• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কাঁচা মরিচ কেজিতে কমলো ৯০ টাকা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩  

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি কাঁচা মরিচের দাম কেজিপ্রতি কমেছে ৯০ টাকা। এর আগে যা বিক্রি হয়েছিল ১৭০ টাকা দরে। একইসঙ্গে ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ৮-১০ টাকা কমে বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা দরে। দাম কমাতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

রোববার হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।

হিলি বাজারে পেঁয়াজ-মরিচ কিনতে আসা বাবু মল্লিক বলেন, গত সপ্তাহে কাঁচা মরিচ কিনেছি ২৮০ টাকা কেজি দরে। আজকে কিনলাম ৮০ টাকায়। পেঁয়াজের দামও কমেছে, প্রতি কেজি পেঁয়াজ ২৪ টাকা দরে পাঁচ কেজি পেঁয়াজ কিনেছি।

পেঁয়াজ বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৮-১০ টাকা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২-২৪ টাকা দরে।

হিলি কাস্টমসের তথ্য মতে, গত সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারে ভারতীয় ৩৯ ট্রাকে ১ হাজার ১৭২ মেট্রিক টন পেঁয়াজ এবং ভারতীয় একটি ট্রাকে ২ হাজার ৫৬০ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –