• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

চুরি হওয়া ১৬টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিয়েছে পুলিশ

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৩  

 
রংপুরে ছিনতাই ও চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে ফোন মালিকদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

তিনি জানান, রংপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ছিনতাই ও চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে। এর মধ্যে গংগাচড়া থানা পুলিশ দুইটি, তারাগঞ্জ থানা পুলিশ তিনটি, কাউনিয়া থানা পুলিশ তিনটি, পীরগাছা থানা পুলিশ একটি, মিঠাপুকুর থানা পুলিশ দুইটি এবং পীরগঞ্জ থানা পুলিশ পাঁচটি মোবাইল উদ্ধার করে।

চুরি ও ছিনতাই হওয়া ফোনের মালিকরা থানায় অভিযোগ দায়ের করার পর জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ফোনগুলো উদ্ধার করে। শখের মোবাইল ফোন হাতে পেয়ে এর মালিকরা পুলিশ সুপার ও সাইবার মনিটরিং সেলকে ধন্যবাদ জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –