• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

‘রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করলে সরকার মেনে নেবে না’

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩  

 
রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করলে সরকার তা মেনে নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক। তিনি বলেন, শনিবারও বিএনপি রাজধানী ঢাকার প্রবেশমুখে বাধার সৃষ্টি করে গন্ডগোল করেছে। বিএনপি জনগণকে জিম্মি করে তাদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করছে। রাস্তা বন্ধ করে মানুষকে জিম্মি করলে সরকার তা মেনে নিতে পারে না।

শনিবার (২৯ জুলাই) দুপুরে নগরীর আরডিআরএস মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

নানক বলেন, আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, দ্বাদশ সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে আর নির্বাচন কমিশনের অধীনে হবে। বিএনপি যদি নিজেদের জনমানুষের দল হিসেবে দাবি করে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের জনপ্রিয়তা পরীক্ষা করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করে না। জনগণকে জিম্মি করে ক্ষমতায় আসার স্বপ্ন কোনোদিন জনগণ বাস্তবায়িত হতে দেবে না।

প্রধানমন্ত্রী রংপুর জিলা স্কুল মাঠে স্মরণকালের জনসমুদ্রে ভাষণ দেবেন বলে উল্লেখ করে তিনি বলেন, রংপুর বিভাগের প্রত্যন্ত অঞ্চলের মানুষ শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছে। পুরো বিভাগজুড়ে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই মহাসমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। সেখানে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাদায়েত হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, মহানগর সভাপতি দেলোয়ার, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমু

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –