• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

লালমনিরহাটে ট্রাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৩  

 
লালমনিরহাট জেলা শাখার ট্রাক, ট্রাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে ট্রাক শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে স্টেশন রোডে জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি পুনিল চন্দ্র ও সম্পাদক কালাম গ্রুপ ও সাধারণ সম্পাদক প্রার্থী কোরবান আলী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সম্পাদক প্রার্থী কোরবান আলীকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে দুপুর দেড়টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয় জেলা ট্রাক, ট্রাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। একদিকে সাধারণ সভা অন্যদিকে শ্রমিকের দুই পক্ষের সংঘর্ষ।
এদিকে ট্রাক শ্রমিকরা কয়েক গ্রুপে বিভক্ত থাকায় দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো ট্রাক, ট্রাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শ্রমিকের দুইটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –