• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

দিনাজপুর বোর্ডে শতভাগ ফেল করা একমাত্র স্কুলটি কুড়িগ্রামে

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩  

 
কুড়িগ্রাম সদরের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাত্র একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিলেও পাশ করতে পারেনি। এই প্রতিষ্ঠানটি দিনাজপুর বোর্ডের শতভাগ ফেল করা একমাত্র প্রতিষ্ঠান। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য থেকে বিষয়টি জানা গেছে। পরে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স.ম.আব্দুস সামাদ আজাদ।

স্কুলটির প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক জানান, তার স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দুইজন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছিলেন একজন। সেও পাশ করতে পারেনি।

শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. রিয়াজুল হক বলেন, ‘ ২০১৪ সালে একাডেমিক স্বীকৃতি পাওয়ার পর সেবছরই স্কুল থেকে কয়েকজন শিক্ষার্থী প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সেই থেকে প্রতিবছর কয়েকজন করে পরীক্ষার্থী এই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে আসেছে। প্রতিবছর পাশও করে। কিন্তু কোনওবার শতভাগ ফেল ছিল না। এবছরই প্রথম শতভাগ ফেল। দীর্ঘদিন এমপিও ভুক্ত না হওয়ায় এমন সমস্যা হয়েছে।’

প্রধান শিক্ষকের দেওয়া তথ্য মতে, কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নে পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে।প্রতিষ্ঠানটি এখনও এমপিওভুক্ত হয়নি।

উল্লেখ্য, ৭৩.৪৯ শতাংশ পাশের হার নিয়ে কুড়িগ্রাম জেলায় এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ২২ হাজার ৪৩৯ জন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার ৪৯০ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৫৭৭ জন শিক্ষার্থী। মোট শিক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৪৯৪ জন নারী এবং ১১ হাজার ৯৪৫ জন পুরুষ শিক্ষার্থী। দিনাজপুর বোর্ডে এবারের পাশের হার ৭৬.৮৭ শতাংশ যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –