• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সাত বছরের হতাশার ফলাফল দিনাজপুর বোর্ডে

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩  

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এ বছর এসএসসিতে পাস করেছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। 

শুক্রবার সকাল ১১টার দিকে বোর্ডের কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪১০ জন। এর মধ্যে জিপিএ-৫ ছাত্রীর সংখ্যা ৮হাজার ৮৮২জন ও ছাত্রের সংখ্যা ৮ হাজার ৫২৮ জন। 

এই শিক্ষাবোর্ডে এবার ৮টি জেলার ২ হাজার ৭০৪টি স্কুলের মোট ২ লাখ ২ হাজার ৪৬২জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী। দিনাজপুর শিক্ষাবোর্ডের গত সাত বছরের পরিসংখ্যানে এবারই পাসের হার সবচেয়ে কম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –