• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩  

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর মদিনাতুল আমিনিয়া উলুম দাখিল  মাদ্রাসা ও এম.এল হাই স্কুলের শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে দুই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি (সাবেক এমপি) আলহাজ্ব মো. জাফর আলী।

এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম, কুড়িগ্রাম কামিল আলিম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. নুর বখত মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাঈদ হাসান লোবান, কোষাধক্ষ অসীম কুমার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আলহাজ্ব মাসুদা ডেইজী, সদস্য একরামুল হক বুলবুল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, মাওলানা ওসমান গণী, গোলাপ মাস্টার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে রংপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় যোগদানের জন্য সকলকে অনুরোধ জানান। তিনি এসময কুড়িগ্রামে আওয়ামী লীগের উন্নয়ন কথা বলে সাবার কাছে নৌকায় ভোট চান। বক্তব্য শেষে তিনি মাদ্রাসায় ৩ লাখ টাকা ও এম এল হাই স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন। পরে প্রধান অতিথি মাদ্রাসা চত্বরে গাছের চানা রোপন করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –