• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রাজারহাটে প্যারালাইস আক্রান্ত ব্যক্তির রহস্যজনক আত্মাহত্যা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩  

কুড়িগ্রামের রাজারহাটে প্যারালাইসে আক্রান্ত অবিবাহিত এক মধ্যবয়সী ব্যক্তির গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে। হত্যা না আত্মাহত্যা এ নিয়ে চলছে গ্রামে জল্পনা কল্পনা।  

বুধবার (২৬ জুলাই ) আনুমানিক সকাল দশটার দিকে আবদুল হাই(৩৬)শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাসঁ দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন দেখতে পায় এবং তাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। আবদুল হাই রাজারহাট উপজেলার সদর ইউপির নাফাডাঙ্গা গ্রামের মৃত জহির উদ্দিনের দ্বিতীয় পুত্র। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন থানা পুলিশ। প্রতিবেশীরা বলেন কিছু দিন ধরে হাইয়ের পরিবারের অন্যান্য সদস্যরা তার নামে থাকা সকল জমি লিখে নিয়ে তাকো দেখভাল করতে চেয়েছিলেন।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান বলেন, কোন অভিমানে বা কি কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। হাইয়ের ভাতিজা সাজ্জাদ সরকার সাজু বাদী হয়ে থানায় একটা অপমৃত্যুর মামলা করেছেন। সুরতহাল রিপোর্ট শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –