• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিএসটিআইয়ের অভিযানে ৫ ফ্যাক্টরি সিলগালা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩  

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে একটি পরিদর্শন দল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।

এ সময় পাঁচটি চিপস ফ্যাক্টরি সীলগালা করে এর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযানের সময় জব্দ করা হয়েছে ফ্যাক্টরির মালামাল।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে একটি পরিদর্শন দল কাউনিয়া উপজেলার মিফতাহুল ফুড প্রোডাক্টস, সাফা ফুড, আরিফা ফুড, মিতু ফুড ও নাফে ফুডসে অভিযান চালায়। এসব চিপস ফ্যাক্টরি বিএসটিআই এর অনুমতি না নিয়ে তাদের নাম ব্যবহার করে খাদ্য সামগ্রী উৎপাদন করে বাজারজাত করে আসছিল। এসব প্রতিষ্ঠান সিলগালা করে এর মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে মালামাল জব্দ করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –