• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩  

 
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় মৎস সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ২৫ জুলাই) রংপুর টাউন হলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত এই মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক কার্যলয় থেকে টাউন হল চত্ত্বর পর্যন্ত বর্ণাঢ্য র্যালী শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান এই মৎস্য সপ্তাহের উদ্ধোধন করেন। পরে ক্রিকেট গার্ডেন পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

মৎস্য সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে রংপুর টাউন হল মিলনায়তনে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, মৎস্য চাষী, মৎস্যজীবী ও মৎস্য ব্যবসায়ী, এনজিওর, সম্প্রসারণকর্মীদের অংশগ্রহণে আলোচনা সভা এবং পুরস্কার প্রদান করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মানিক। তিনি বলেন, আমিষের চাহিদা পূরণে তারা মৎস্যচাষিদের সহযোগিতা করছেন। উৎপাদন বাড়াতে পরামর্শসহ বিভিন্নভাবে উৎসাহিত করা হচ্ছে। আগামীতে আমিষের চাহিদা পূরণ করেও অর্থনৈতিক খাতে যেন অবদান রাখ সম্ভব হয় সেদিকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে।

বক্তব্যে মৎস্যচাষীরা তাদের নানামুখী সমস্যা তুলে ধরেন৷ সমস্যাগুলোর সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –