• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বিএসটিআই’র অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা-সিলগালা

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩  

 
লালমনিরহাট ও নীলফামারী জেলায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা ও অপর একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।

সোমবার বিকেলে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মফিজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুরে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা লালমনিহাট জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় মদিনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৫ হাজার টাকা ও বিএসটিআই লাইসেন্স না থাকায় নিউ মিতু আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে, বিএসটিআইয়ের অপর একটি দল নীলফামারী জেলায় অভিযান পরিচালনা করে বিএসটিআই লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে সয়াবিন ও পাম ওয়েল তেল উৎপাদন করছিল। এ জন্য হায়াত এগ্রো ফুড এন্ড বেভারেজ সিলগালা করে এর মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। সেইসঙ্গে প্রতিষ্ঠানটির মালামাল জব্দ করেন কর্মকর্তারা। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –