• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩  

কুড়িগ্রামে ডেঙ্গু রোগ বিস্তার ও প্রতিরোধে জনসাধরণের সচেতনতা বৃদ্ধির লক্ষে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের উদ্যোগে  শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।গতকাল দুপুরে কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ- মুর্শেদ এর নেতৃত্বে শহরের বিভিন্ন হাট-বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার আ.ন.ম গোলাম মুহাইমেন (রাসেল), সিনিয়র স্বাস্থ্য শিক্ষা মোস্তাফিজার রহমান, জেলা সেনিটারি পরিদর্শক মো. ফরিদুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার মো. হান্নান, এন্টোটেকনিশিয়ান আব্দুর রহমান প্রমুখ।

লিফলেট বিতরণের সময় সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ জানান, জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা একটু বেড়েছে। তাই সকলকে ডেঙ্গু মশার বংশ বিস্তার রোধে সচেতন হতে হবে। আমরা ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মাইকিংসহ মসজিদগুলোতে জুম্মার নামাযে খুতবার আগে সতর্ক বার্তাসহ বিভিন্ন সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। আতংকিত হওয়ার কোন কারণ নেই।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –