• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুর জেলা ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার-উচ্ছ্বসিত নেতাকর্মীরা

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩  

 
রংপুর জেলা ছাত্রলীগের কমিটির উপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার (২৩ জুলাই ) রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালি আসিফ ইনান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখা কমিটির ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।এবং সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে রংপুরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা -পরিপন্থী, অপরাধ মূলক কার্যকলাপে জড়িত থাকায় নয় কর্মীকে স্থায়ী বহিষ্কার করা হলো।

এদিকে রংপুর জেলা ছাত্রলীগের কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করায় উচ্ছ্বস প্রকাশ করেছে নেতাকর্মীরা। কেন্দ্র থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের পর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বলেন,বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট জেনারেশন তৈরী করার লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতার সাথে ছাত্ররাজনীতি করতে আমরা দৃঢ় অঙ্গিকারবদ্ধ।সেই সঙ্গে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামীতে আরও শক্ত অবস্থানে থাকবে জেলা ছাত্রলীগ।

এর গত ৪ জুলাই রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কি কারণে স্থগিত করা হয়েছিল তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল না।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –