• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সুন্দরগঞ্জে সাংবাদিককে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

প্রকাশিত: ২২ জুলাই ২০২৩  

 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য মোজাফফর হোসেনকে ছুরিকাঘাতের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলার রামজীবন ইউনিয়নের বেকাটারি গ্রামের বাবুর মোড়ে এ ঘটনা ঘটে। মোজাফফর উত্তর বেকাটারি গ্রামের হাবিজার রহমানের ছেলে।

অভিযোগে জানা গেছে, একমাস আগে সাদুল্ল্যাপুরের কিশামত হামিদ গ্রামের মোতালেব মিয়া রাতে বেলায় বালারছিড়া-বামনডাঙ্গা সড়কের বেকটারি এলাকায় এক নারীর ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। মোজাফফর সেগুলো উদ্ধার করে তাঁকে বাড়ি পৌঁছে দেন। এরপর থেকে মোতালেব তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। 

শুক্রবার মোজাফফর ডোমেরহাট বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বাবুর মোড়ে পৌঁছালে ছুরি দিয়ে তাঁকে আঘাত করে মোতালেব। এতে তাঁর নাকের কিছু অংশ কেটে যায়। পরে স্থানীয়রা হামলাকারীকে আটকের চেষ্টা করলে তিনি পালিয়ে যান। মোজাফফর বিষয়টি তদন্ত করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মামুন মিয়া বলেন, মোজাফফর কৌশল অবলম্বন করায় বেঁচে গেছেন। 

রামজীবন ইউপি চেয়ারম্যান ছামসুল হুদা সরকার বলেন, মোতালের বখাটে প্রকৃতির ছেলে। এর আগেও নানা অভিযোগে তাঁকে জেল খাটতে হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ঘটনার পর গাঁ ঢাকা দেওয়ায় মোতালেব মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে। 

থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –