• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আলোকিত দিগন্তে হাঁটছে’

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ সবক্ষেত্রে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আলোকিত দিগন্তে হাঁটছে।

শুক্রবার সিলেট নগরীর একটি হোটেলে সিলেট কিডনি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী বলেন, পুণ্যভূমি সিলেটে কিডনি হাসপাতাল প্রতিষ্ঠার যে কর্মযজ্ঞ চলছে, তা সত্যিই প্রশংসনীয় ও আনন্দের বিষয়। কিডনি হাসপাতালটি চালু হলে সিলেটসহ সারাদেশের মানুষের স্বাস্থ্যসেবায় যুগান্তকারী অবদান রাখবে। এই হাসপাতালটি জনবান্ধব হাসপাতাল হিসেবে সবার কাছে পরিচিতি পাবে। 

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট প্রতিষ্ঠার পরিকল্পনাকারী ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সবাইকে দেশের স্বাস্থ্যসেবাকে উন্নত ও সমৃদ্ধ করতে ঐক্যবদ্ধ হয়ে নিরলস কাজ করতে হবে।

এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান বীর উত্তম, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান প্রফেসর ডা. হারুনুর রশীদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার ঢাকার পরিচালক টিনি রশীদ, কিডনি ফাউন্ডেশন সিলেটের কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী, কো-অর্ডিনেটর ও পরিচালক ফরিদা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সদস্যসচিব কর্নেল (অব.) মো. আব্দুস সালাম।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –