• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩  

রংপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার ২ লাখ ৮৫ হাজার ৩১২টি পরিবারকে সাশ্রয়ী মূল্যে দেওয়া হচ্ছে পাঁচ কেজি করে চাল, দুই লিটার করে সয়াবিন তেল ও মসুরের ডাল । এবারই প্রথম কার্ডধারী পরিবারকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর মুন্সিপাড়া কেরামতিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন।

সকাল থেকে রংপুর জেলার আট উপজেলা, সিটি করপোরেশন ও তিনটি পৌরসভায় একযোগে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ভর্তুকি মূল্যে চাল, মসুর ডাল ও সয়াবিন তেল এই তিন পণ্য কিনতে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়।

নগরীর শালবন এলাকার মরিয়ম বেগম বলেন, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমরা খুব কষ্টে আছি। এবার পাঁচ কেজি চাল পাওয়ায় বড় উপকার হয়েছে। বাজারে চালের দামও আকাশ ছোঁয়া।

রংপুর জেলা প্রশাসক চিত্রলেখা নাজনীন বলেন, আজ থেকে রংপুর জেলায় ২ লাখ ৮৫ হাজার ৩১২টি পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রতি উপকারভোগী মসুর ডাল ২ কেজি, সয়াবিন তেল ২ লিটার এবং চাল ৫ কেজি করে বরাদ্দ পাবেন। ভোক্তা মূল্য প্রতি কেজি/লিটার (মসুর ডাল- ৬০ টাকা, সয়াবিন তেল- ১০০ টাকা, চাল- ৩০ টাকা)। মোট ভোক্তা মূল্য ৪৭০ টাকা। তেল ও ডালের সঙ্গে নতুন সংযোজন পাঁচ কেজি চাল। এতে কার্ডধারীরা কিছুটা হলেও উপকৃত হবেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –