• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাক্টর চাপায় প্রাণ গেল মায়ের, ছেলে হাসপাতালে

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩  

নীলফামারী সদর উপজেলায় ট্রাক্টর চাপায় সুনন্তী বালা নামে নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ছেলে কৃষ্ণ চন্দ্র রায়। 

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলি বাজারের বুড়িখোড়া নদীর ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনন্তী বালা উপজেলার রামনগর ইউপির দোলাপাড়ার এলাকার ফনি ভূষণের স্ত্রী।

জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে ছেলের মোটরসাইকেলে বাবার বাড়ি সদর উপজেলার কচুকাটা নোয়ালির ডাঙ্গা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন সুনন্তী বালা। পথে দুহুলি বাজারের বুড়িখোড়া নদীর ব্রিজের ওপর একটি পণ্যবোঝাই ট্রাক্টরকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

এ সময় ট্রাক্টরের চাপায় সুনন্তী বালা ও তার ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সুনন্তীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের ছেলে কৃষ্ণ চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নীলফামারী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মা সুনন্তীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত ছেলে কৃষ্ণ চন্দ্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টর রেখে পালিয়েছেন চালক ও তার সহকারী। এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –