• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

ফুলবাড়ীতে ভেলায় চড়ে সেতু পার!     

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩  

 
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা, শিমুলবাড়ী, ফুলবাড়ী, বড়ভিটা ও ভাঙ্গামোড়ে ধরলা নদীর আশপাশের এলাকার হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। 

চর ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পূর্ব-পশ্চিম ধনিরাম, চর মেখলি, বাঘ খাওয়া চর, বুড়ির চর এলাকা প্লাবিত হয়েছে। ফলে বন্যা কবলিত মানুষজন গবাদী পশুসহ আশ্রয়ের জন্য ছুটছেন উঁচু স্থানে। ধনিরাম ওয়াপদা বাঁধটি বন্যার পানির তোড়ে ভেঙে গিয়ে নতুন নতুন এলাকায় বন্যার পানি ঢুকে পড়ছে। 

ফুলবাড়ী সদরের নাওডাঙ্গা পুলের পাড়ের নীল কুমার নদীর ওপর বেইলি সেতুটি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ফুলবাড়ী উপজেলা শহরের সঙ্গে যাতায়াতকারী ভাঙ্গামোড় ও বড়ভিটা ইউপির হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এসব মানুষকে সেতুর ওপর দিয়ে যাতায়াতে কলাগাছের ভেলার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বিপুল সংখ্যক মানুষ পড়েছেন কষ্টে। 

ফুলবাড়ী সদরের হ্যালিপ্যাড সংলগ্ন নামাপাড়া, শহীদ মজরউদ্দিন বধ্যভূমি পানিতে ডুবে যায়। এখানকার আশপাশের প্রায় অর্ধশতাধিক বাড়ি ও একটি বালিকা মাদরাসা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। 

ধরলা পাড়ের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ধরলা নদীর পানি যেভাবে বাড়ছে তাতে রাত পার হলেই বড়ভিটা ইউপির বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হবে বলে আশঙ্কা করছি। এতে গবাদী পশুসহ পরিবারের লোকজনকে চরম বিপদে পড়তে হবে। 

স্থানীয় অটোরিকশা চালক আনিছুর রহমান বলেন, বন্যার পানিতে নাওডাঙ্গা পুলের পাড়ের নীল কুমার নদীর ওপর বেইলি সেতুটি ডুবে যাওয়ায় দুটি ইউপির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পাচ্ছি না। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথকর্মী রফিকুল ইসলাম বলেন, জরুরি কাজে পার্শ্ববর্তী ভাঙ্গামোড় ইউপির খড়িবাড়ী বাজারে যেতে ধরে নাওডাঙ্গা পুলের পাড়ের নীল কুমার নদীর ওপর বেইলি সেতুটি বন্যার পানিতে ডুবে যাওয়ায় সেখানে যেতে পারিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –