• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে বন্যার কিছুটা উন্নতি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩  

 
তিস্তা, দুধকুমার ও ধরলা নদীর পানি কিছুটা কমেছে। পানি কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপচরের মানুষদের মাঝে। ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে রংপুর বিভাগে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার ওপর দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে, চিলমারী পয়েন্টে ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। 

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, তিস্তা ও দুধকুমার নদীর পানি কমছে। সন্ধ্যা নাগাদ তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচে অবস্থান করতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দুধকুমার ও ধরলা নদীর পানি ধীরগতিতে কমতে থাকবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –