• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ শান্তিতে আছে: হুইপ ইকবাল

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৩  

 
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই এ দেশের সব মানুষ শান্তিতে আছে।

শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বিভিন্ন রোগীদের এককালীন অনুদানের চেক বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২০২২-২০২৩ অর্থ বছরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে এ চেক বিতরণ করা হয়।

ইকবালুর রহিম বলেন, বাংলাদেশের কোনো মানুষ কষ্টে থাক, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তা চায় না। শেখ হাসিনা আছেন বলেই এ দেশের সব মানুষ শান্তিতে আছে। ক্যান্সার, কিডনি ও হৃদরোগীদের উপহারের চেক সহায়তা প্রদান বঙ্গবন্ধু কন্যার মানবিকতার প্রকাশ। 

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে এ দেশের মানুষ কষ্টে থাকে। বিএনপি-জামাতের আমলে এসব রোগীদের কোনো সহায়তা দেওয়া হয়নি। বিএনপি-জামায়াত ক্ষমতায় গিয়ে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিল।  

দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিচুর রহমানের সভাপতিত্বে ও শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলামের সঞ্চালনে বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফরিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল হক প্রামানিক প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –