• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবিতে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনিস্টিটিউটে নৈশপ্রহরীকে বেঁধে রেখে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রংপুরের তাজহাট মেট্রোপলিটন থানা পুলিশ।

শুক্রবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনিস্টিটিউটে চুরির ঘটনায় তাজহাট থানায় গত ১১ জুলাই মামলা হয়। এরপর আমরা বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি। এতে চুরির সঙ্গে জড়িত চকবাজার পশ্চিমপাড়া এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে ফরহাদ ও খামার মোড় এলাকা থেকে থেকে শ্রী মানিক মোহন্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি হওয়া পানির পাম্প উদ্ধার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ৩ জুলাই রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রাচীর টপকে চুরির উদ্দেশ্যে নির্মাণাধীন রিসার্চ ইনস্টিটিউট ও ট্রেনিং সেন্টারে প্রবেশ করে রংপুরের স্থানীয় কয়েকজন বখাটে। বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন নৈশপ্রহরী হোসেন। তখন তারা নৈশপ্রহরীকে বেঁধে রেখে পানির পাম্প, ৬০০ মিটার তার ও অন্যান্য মালামাল চুরি করে পালিয়ে যায়। পরদিন সকালে পুলিশ নৈশপ্রহরীকে উদ্ধার করে। এ ঘটনায় বাদী হয়ে রংপুর তাজহাট মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেন নৈশপ্রহরী হোসেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –