• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩  

 
গৃহবধূ কণা বেগম (২০)। তার স্বামী চঞ্চল মিয়ার (২৫) সঙ্গে পারিবারিক কলহ হয়। এরই জেরে সাত মাস বয়সি শিশু নুর আমিনকে কেড়ে নিয়ে কণাকে বাড়ি থেকে বের করে দেয় চঞ্চল। এরপর শিশুটি ফিরে পেতে থানায় অভিযোগ করেন কণা। এরই পরিপ্রেক্ষিতে নুর আমিনকে উদ্ধার করে তার মা কণা বেগমের কোলে তুলে দেয় পুলিশ।

গত মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঁঠালতলি গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করে পুলিশ। 

পুলিশ জানায়, উপজেলার পাচিয়ারপুর গ্রামের আবুল কালামের মেয়ে কণা খাতুনের সঙ্গে একই উপজেলার কাঁঠালতলি গ্রামের চঞ্চল মিয়ার বিয়ে হয়। দুই বছর ধরে এই দাম্পত্য জীবনের ধারাবাহিকতায় স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে সোমবার বিকালে চঞ্চল মিয়া তার দুধের শিশু নুর আমিনকে কেড়ে নিয়ে কণা বেগমকে বাড়ি থেকে বের করে দেন।

সাঘাটা থানার ওসি রাকিব হাসান বলেন, কণা বেগমের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে শিশু নুর আমিনকে উদ্ধার করা হয়েছে। শিশুকে কণা বেগমের জিম্মায় প্রদান করা হয়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –