• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

পার্বতীপুরে মালবাহী ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধীর মৃত্যু

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩  

 
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় মানিক মিয়া (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী রেলপথের মোবারকপুর লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

নিহত মানিক ফুলবাড়ী উপজেলার পশ্চিম গগরী পাড়া (দোলাপড়া) গ্রামের আকবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার পশ্চিম গগরী পাড়া (দোলাপড়া) এলাকার মানিক মিয়া (৩৫) দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন হয়ে চলাফেরা করছিলেন। তবে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

প্রত্যক্ষদর্শী আসাদুজ্জামান বলেন, মালবাহী একটি গাড়ি রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থেকে পার্বতীপুর অভিমুখে আসছিল। অসাবধানতায় মানিক ওই লেভেল ক্রসিংয়ে দৌড়ে পার হওয়ার সময় ট্রেন দেখে রেল লাইনেই বসে পড়েন। এতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরবর্তীতে ঘটনাস্থলে এসে মানিকের লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। 

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন,  সংবাদ পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –