• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে জরিমানার পর দুই হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ১২ জুলাই ২০২৩  

 
রংপুরে জরিমানার পর দুই হাসপাতাল সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ জুলাই) দুপুরে পৃথক অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ।

অভিযানে ভিশন স্পেশালাইজড হসপিটাল ও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটাল সিলগালা ও মালিকের ষাট হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মুলতামিস বিল্লাহ জানান, রংপুরে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। সেই সঙ্গে যে সব ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের লাইসেন্স মেয়াদোত্তীর্ণ কিংবা লাইসেন্স নেই, চিকিৎসায় গাফিলতি প্রমাণিত হলে সিলগালা এবং বড় ধরণের জরিমানা করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –