• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ১০ জুলাই ২০২৩  

একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৪তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

শুরুতে বিগত ৩৩তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের সার্বিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

বৈঠকে মার্কিন কংগ্রেসম্যান, সিনেটর ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টের কয়েকজন সদস্যের বাংলাদেশের নির্বাচন, শ্রম আইন ও অন্যান্য বিষয়ে চিঠির প্রেক্ষিতে গৃহীত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সরকারের ভাবমূর্তি বিশ্ব অঙ্গনে অটুট রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সপ্তাহে দুইদিন প্রেস ব্রিফিং করার পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে অস্ট্রিয়া ও ইথিওপিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সহযোগিতার ক্ষেত্র নিয়ে কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের সর্বশেষ অবস্থা অবহিত করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, মো. আব্দুল মজিদ খান, কাজী নাবিল আহমেদ এবং নিজাম উদ্দিন জলিল (জন) অংশগ্রহণ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –