• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ২, একজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯ জুলাই ২০২৩  

 
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী পার হওয়ার সময় নৌকা ডুবে তিনজন নিখোঁজ হন। প্রায় তিন ঘণ্টা অভিযানের পর শফিকুল ইসলাম (৪৫) নামের এক জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এখনো দুইজন নিখোঁজ রয়েছেন।এমন নৌকা ডুবির ঘটনায় স্বজনদের কান্নায়  তিস্তাপাড়ের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

রবিবার (৯ জুলাই) দুপুর দুইটার দিকে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্ণা ইউনিয়নের বালাপাড়া এলাকায় মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিখোঁজ বাকি দুজনকে উদ্ধারের জন্য রংপুর ফায়ার সার্ভিস ও হাতীবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি টিম একসাথে কাজ করছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক (৫৯), মৃত জুলাই শেখের ছেলে আহিদুল (৫০)।
স্থানীয়রা জানান, সকালের দিকে ধুবনী এলাকার ১৩ জন কৃষক নদী পার হয়ে চরে যাওয়ার সময় মাঝনদীতে নৌকা উল্টে যায়। এসময় ১০ জন তীরে আসতে পারলেও ৩ জন নিখোঁজ হন।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই, পরে রংপুর থেকে ডুবুরীদল এসে উদ্ধার তৎপরতা শুরু করার তিন ঘণ্টা পর শফিকুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা বলেন, নদী পার হয়ে আমন ধানের চারা লাগাতে গিয়ে নৌকা ডুবে যায়। বাকি সবাই সাঁতরে তীরে আসতে পারলেও বয়স্ক তিনজন ডুবে যায়। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেকক্ষণ চেষ্টার পর ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
 
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। দরিদ্র মানুষগুলো কাজ করতে যাচ্ছিলেন চরে। মাঝ নদীতে নৌকা ডুবে যায়। একজন উদ্ধার হলেও আরো দুজন নিখোঁজ রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –