• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি     

প্রকাশিত: ৮ জুলাই ২০২৩  

 
কুড়িগ্রামে গত তিনদিন থেকে সবকটি নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দুই দফা পানি বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় নদনদী অববাহিকার মানুষজন পড়েছেন বিপাকে। অনেকের পাট ও পটল, ঝিঙেসহ নানা সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় দুঃশ্চিন্তায় পড়েন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, এবারের ক্ষণস্থায়ী বন্যায় জেলার প্রায় ১৪৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। তারমধ্যে পাটখেত একশ’ হেক্টর, পটল, ঝিঙে, শশাসহ নানা সবজি ২৫ হেক্টর, বীজতলা ২০ হেক্টর পানিতে নিমজ্জিত হয়। বন্যার পানি সরে যাওয়ার পর এসব ফসলের প্রায় ৮ হেক্টর জমির সবজি পুরোটা নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।

এদিকে, নদনদীর পানি কমে গিয়ে জেলার চর ও দ্বীপচরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। প্রায় ৩০টি পয়েন্টে নদী ভাঙছে। গত এক সপ্তাহের ব্যবধানে রাজারহাট, উলিপুর ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় স্থাপনা, বিদ্যালয়, আবাদি জমি ও বাড়িঘর নদী গর্ভে বিলিন হয়ে যায়।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –