• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত, আহত ২৫

প্রকাশিত: ৮ জুলাই ২০২৩  

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুইটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাবা এবং ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপরে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতরা হলেন- পীরগঞ্জ উপজেলার রাধাকৃঞ্চপুর এলাকার আলামিন এবং তার ছেলে মাইন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার আলম জানান, ঢাকাগামী এনা পরিবহন ও রংপুরগামী অনিন্দ্য পরিবহন ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আলামিন এবং তার শিশু ছেলে মাইন নিহত হয়। খবর পেয়ে পীরগঞ্জ পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর বাস এবং ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। এ ঘটনায় পীরগঞ্জ হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –