• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁও থেকে প্রথমবার আম যাচ্ছে ইউরোপে

প্রকাশিত: ৫ জুলাই ২০২৩  

রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের উৎপাদিত আম ইউরোপে রফতানি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে৷ 

বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আম রফতানির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, প্রকল্প পরিচালক আরিফুর রহমানসহ জেলার বিভিন্ন আম বাগানের মালিকরা।

এ সময় জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ের আম রফতানির মাধ্যমে ভবিষ্যতে মানসম্মত আম বিদেশে রফতানির পথ সুগম হলো। সেই সঙ্গে নতুন আম বাগান তৈরির নতুন উদ্যোক্তা তৈরি হবে। এভাবে জেলার আম বিভিন্ন দেশে গিয়ে জেলার সম্মান বৃদ্ধি পাবে।

এর আগে ঢাকা থেকে আগত দুইজন রফতানিকারক বাগান পরিদর্শন করে আম সংগ্রহ করে। আর আম চাষিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –