• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

‘জিনের বাদশা’ র‌্যাবের জালে

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩  

 
স্বর্ণমুদ্রা ও গুপ্তধনের প্রলোভন দেখিয়ে বিভিন ব্যক্তির থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে কথিত ‘জিনের বাদশা’ মনসুর আলী ওরফে টেক্কাকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ উপজেলার কাটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, কথিত জিনের বাদশা মনসুর আলী ওরফে টেক্কা গভীর রাতে বিভিন্ন ব্যক্তিকে ফোন দিয়ে স্বর্ণমুদ্রা ও গুপ্তধন দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির থেকে বিকাশের মাধ্যমে কয়েক লাখ টাকা, স্বর্ণ হাতিয়ে নিয়ে গা ঢাকা দেন। তার বিরুদ্ধে নওগাঁ থানায় মামলা মামলা হলে র‌্যাব-১৩ এর তদন্ত শুরু করে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গবিন্ধগঞ্জ উপজেলার কাটাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –