• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে সাতজন

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩  

    
রংপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বুলেট নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়াও আরো সাতজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী। মৃত বুলেট রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে।

ইউনুস আলী জানান, বুলেট সোমবার সকালে জ্বর নিয়ে ঢাকা থেকে রংপুরে তার নিজ বাড়িতে আসেন। ঐদিন দুপুরে তাকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

তিনি আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। একজনের বাড়ি রংপুর নগরীর দর্শনা এলাকায় বাকিরা রংপুর বিভাগের বিভিন্ন জেলার। তারা সবাই ঈদের ছুটিতে বাড়িতে আসার পর ডেঙ্গু রোগে আক্রান্ত হন বলে জানান তিনি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –