• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রাজারহাটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫  

প্রকাশিত: ৪ জুলাই ২০২৩  

  
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পিকআপ এবং অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরো পাঁচ যাত্রী।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের মিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফফার আলী মোল্লার ছেলে সিরাজুল এবং রাজারহাটের নাজিম খান এলাকার সেলিনা বেগম। আহতরা হলেন- লালমনিরহাটের তিস্তা এলাকার হাফিজুল ইসলাম, রাজারহাট নাজিম খান এলাকার সিনহা আক্তার, উলিপুর মহিডাংরার গোলজার হোসেন, উলিপুর কদমতলার হাবিবুর রহমান এবং উলিপুর খন্ডলিয়ার আমিনুল ইসলাম।

জানা যায়, সকালে মিলের পাড় এলাকায় উলিপুরগামী একটি পিকআপ এবং রাজারহাটগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো ছয়জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে সেলিনা বেগমের মৃত্যু হয়।

রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহত সিরাজুল ইসলামের বাবা গাফফার আলী রাজারহাট থানায় একটি মামলার দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –