• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

প্রকাশিত: ৩ জুলাই ২০২৩  

 
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ছয় দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় পণ্যবোঝাই একটি ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে হিলি স্থলবন্দরে প্রবেশ করে। আর এর মধ্য দিয়েই আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সহ-সভাপতি শাহীনুর রেজা শাহীন। তিনি বলেন, ২৯ জুন পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত টানা ছয় দিন হিলি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। সোমবার সকাল থেকে পুনরায় এই বন্দর দিয়ে পুরোদমে সীমান্ত বাণিজ্য শুরু হয়েছে।

হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ঈদের ছুটি শেষে সোমবার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পেঁয়াজসহ নানা পচনশীল পণ্য এ বন্দর দিয়ে আমদানি হয়ে থাকে। আমরা পানামা পোর্ট কর্তৃপক্ষ সেসব পচনশীল পণ্য দ্রুত খালাস করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে সহযোগিতা করছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –