• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে ফাউন্ডেশন কর্মকর্তাদের শ্রদ্ধা

প্রকাশিত: ৩ জুলাই ২০২৩  

পীরগঞ্জের ফতেহপুরে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধাজ্ঞাপন করেছে এমএ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন। রবিবার বিকালে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৌরভ শাহার নেতৃত্বে এই শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন পীরগঞ্জ শাখার সভাপতি ক্যাপ্টেন মশিউর, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক প্রণব সাহা দীপ্ত, ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক মো. সূর্য ইসলাম, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মো. রাব্বী হাসানসহ জেলার অন্যান্য নেতারা।

এই শ্রদ্ধাজ্ঞাপনের মধ্যে দিয়ে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক কর্মকান্ডের শুভ সূচনা করা হয়।

১৯৪২ সালে ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেহপুর গ্রামে জন্মগ্রহণ করেন প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া। ২০০৯ সালের ৯ মে তিনি মৃত্যুবরণ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –