• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

বিএনপি দেশকে আবারো পাকিস্তান বানাতে চায়: সমাজকল্যাণমন্ত্রী

প্রকাশিত: ২ জুলাই ২০২৩  

 
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বিএনপি আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশকে আবারো পাকিস্তান বানাতে চায়। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

রোববার লালমনিরহাটের আদিতমারীতে রাস্তা পাকাকরণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের সব ষড়যন্ত্র আমরা প্রতিহত করবো।

তিনি আরো বলেন, দেশ যখন উন্নয়নের চরম শিখরে পৌঁছে যাচ্ছে ঠিক তখনি বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন। সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলছে।

এ সময় উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা পরিষদ সদস্য মনছুর আলী, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –