• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

ট্রাকচাপায় পেট থেকে বেরিয়ে গেল নবজাতক, ১ কি.মি. দূরে মায়ের লাশ

প্রকাশিত: ২ জুলাই ২০২৩  

 
নীলফামারী-সৈয়দপুর সড়কের সংগলশী ইউনিয়নের শিমুলতলী এলাকায় মা ও নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলায় ওই স্থানে এ ঘটনা ঘটে। 

নিহত শারমিন আকতার (২৭) সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার রেজাউল ইসলাম লিটনের স্ত্রী শারমিন। লিটন সৈয়দপুর শহরে দর্জির কাজ করেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন- শারমিনের সঙ্গে থাকা মেয়ে ইলমা মনি (৪), মা কোহিনুর বেগম (৫০), খালাতো ভাই আসাদুল ইসলাম (২৩)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আট বছর আগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার হায়দার আলীর ছেলে লিটনের সঙ্গে শারমিনের বিয়ে হয়। দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর শারমিন ডোমারে মায়ের কাছে অবস্থান করছিলেন। শনিবার রাতে প্রসববেদনা উঠলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। পরে চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দিলে সিএনজি অটোরিকশাযোগে রওনা হন।

অটোরিকশাটি শিমুলতলী নামক স্থানে এলে পেছন থেকে একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার দূরে। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন শারমিন। এ সময় গর্ভের সন্তানটি পেট থেকে বেরিয়ে ঘটনাস্থলেই মারা যায়। নবজাতকটিকে যেখানে পাওয়া গেছে সেখান থেকে এক কিলোমিটার দূরে মায়ের লাশ মিলেছে। মায়ের লাশটি ছিল ছিন্নভিন্ন।

শারমিনের বাবা নাজিম উদ্দীন বলেন, রোববার (২ জুলাই) দুপুর ১২টার দিকে শারমিন ও তার নবজাতকের লাশ চিকনমাটি কাচারি পাড়ার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

নীলফামারী সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, দুর্ঘটনার সময় পেটে থাকা বাচ্চাটি বেরিয়ে যায়। মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –