• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ঈদের জামাতে শান্তি-সমৃদ্ধি কামনা

প্রকাশিত: ২৯ জুন ২০২৩  

 
রংপুরে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশেষ মোনাজাতে বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি, স্থিতিশীলতাসহ সারাবিশ্বের মুসলমানদের ওপর দমন, নিপীড়ন, নির্যাতন বন্ধ ও বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সম্প্রীতি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে কোলাকুলি আর করমর্দনের মাধ্যমে একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা।

সকাল ৮টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্স প্রাঙ্গণে। এক ঘণ্টার পর একই মসজিদে দ্বিতীয় ঈদ জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর অনুষ্ঠিত হয় ঈদের বিশেষ খুতবা। পরে দেশে শান্তি-সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি কামনায় মোনাজাত করা হয়। এতে কয়েক হাজার মুসল্লি শারীরিক দূরত্বে থেকে নামাজ আদায় করেন।

সেখানে নামাজ আদায় করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতা, বিশিষ্টজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৈরি আবহাওয়ার কারণে রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানের পরিবর্তে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদজামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান, রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি মেয়র।

এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা পরিচ্ছন্ন রংপুর মহানগর গড়তে সবাইকে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করাসহ সঠিকভাবে বর্জ্য সংরক্ষণের আহ্বান জানান। তিনি বেলা দুইটা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দেন। এর জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় রংপুর জেলা পুলিশ লাইন্স মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জেলার সবচেয়ে বড় মসজিদ কারামতিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়াও রংপুর নগরের মহল্লাভিত্তিক মসজিদ ও বিভিন্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টায় পর্যন্ত ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর, তারাগঞ্জ, পীরগঞ্জ, বদরগঞ্জ ও গঙ্গাচড়া উপজেলার স্থানীয় মসজিদ ও ঈদগাহ মাঠে সুবিধাজনক সময়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা।

রংপুর জেলার প্রায় ৬ হাজার মসজিদে ঈদজামাত আদায়ের ব্যবস্থা করা হয়। এছাড়াও নগরীর ৩৩টি ওয়ার্ডের ৭৫টিসহ জেলার সহস্রাধিক  ঈদগাহ মাঠ ও পাড়ামহল্লার মসজিদ-মাদরাসাগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। কোনো কোনো মসজিদে ছিল একাধিক ঈদ জামাতের ব্যবস্থা।

ঈদের জামাত শেষে মোনাজাতে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে শান্তি, সমৃদ্ধি ও সন্তুষ্টি অর্জনের ফরিয়াদ জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। পরে সকল ভেদাভেদ ভুলে কোলাকুলি আর করমর্দন, সালামের মাধ্যমে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ছোট-বড় বিভিন্ন বয়সী মানুষ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –