• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

নগর বনায়নে ব্যবহার হবে কোরবানির হাটের গোবর: মেয়র আতিক

প্রকাশিত: ২৭ জুন ২০২৩  

 
নগর বনায়নে কোরবানির হাটের গোবর ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, নগরে বনায়নের জন্য হাটের সব গোবর সংরক্ষণ করা হচ্ছে। হাটের গোবর এক জায়গায় সংরক্ষণ করা হবে। এটা নগরের গাছ লাগানোর কার্যক্রমকে আরও বেগবান করবে।

মঙ্গলবার (২৭ জুন) ডিএনসিসি মেয়র রাজধানীর উত্তরা দিয়াবাড়ি কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ বছর ডিএনসিসিতে অস্থায়ী ৯টি পশুর হাট বসেছে। এ ছাড়া গাবতলী পশুর হাট রয়েছে।

এবার ডিএনসিসির পশুর হাট ডিজিটাল করা হয়েছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এবার কোরবানির পশুর হাটে নতুন কনসেপ্ট দিয়েছি। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন যৌথভাবে স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট করা হয়েছে। ক্রেতারা গরুর দাম কার্ডে পরিশোধ করেছেন। বিক্রেতারাও ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করছেন। ফলে আর মলম পার্টি, ছিনতাই পার্টির ঝামেলায় পড়তে হবে না।’

পশুর হাটে অনিয়ম হলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ডিএনসিসি মেয়র। তিনি বলেন, ‘আমি ঘুরে ঘুরে দেখব হাটে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। প্রত্যেক হাটে ইজারার শর্ত দেওয়া হয়েছে। তা ভঙ্গ করলে জরিমানা করা হবে।’

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –