• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় 

প্রকাশিত: ২৭ জুন ২০২৩  

রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল ৮টায়। বৃষ্টি হলে রংপুরের ঈদের প্রধান জামাত হবে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। পুলিশ লাইন্স মাঠেও ঈদের জামাত হবে সকাল সাড়ে ৭টায়। 

এছাড়া, অন্যান্য ঈদের মাঠ ও মসজিদে প্রধান জামাতের সাথে মিল রেখে ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। মুন্সিপাড়া ঈদগাহ  ও মুলাটোল আলীয়া মাদ্রাসায় সকাল ৮টায় এবং কেরামতিয়া জামে মসজিদে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া, শালবন মিস্ত্রিপাড়া জামে মসজিদে প্রথম সকাল সাড়ে ৮টায়, মন্ডল পাড়া বড় ঈদগাহ ও রংপুর দামুদরপুর বড় ময়দান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। 

কামালকাছনা বড় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং সাতমাথা জামে মসজিদ ও ধাপ ষ্টাফ কোয়ার্টার জামে মসজিদ, বাবুখাঁ ঈদগাহ মাঠ ও খটখটিয়া জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। 

রংপুর সদর উপজেলা ও মিঠাপুকুর উপজেলা পরিষদ ঈদগাহে এবং পীরগাছা কারবালা মাঠ, তারাগঞ্জ চৌপথী ঈদগাহ ও গঙ্গাচড়ার পাইকান জামে মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, গঙ্গাচড়া ও পীরগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বদরগঞ্জের চান্দামারী কারামতিয়া ঈদগাহে ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –