• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুর নগরীতে পশু কোরবানির জন্য ১১৭ স্থান নির্ধারণ 

প্রকাশিত: ২৭ জুন ২০২৩  

পবিত্র ঈদুল আজহায় পশু যত্রতত্র কোরবানি না করে রংপুর সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে কোরবানি করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, 'নগরীর ৩৩টি ওয়ার্ডে কোরবানির পশু কোরবানি করার জন্য ১১৭টি স্থান নির্ধারণ করা হয়েছে। পশু নির্দিষ্ট স্থানে কোরবানি ও দ্রুত বর্জ্য অপসারণে সিটি করপোরেশন থেকে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণে ইতোমধ্যে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু হয়েছে। পশু কোরবানির স্থান পরিষ্কার রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মী ও ব্লিচিং পাউডারের ব্যবস্থা রয়েছে।'

পরিচ্ছন্নতা কর্মীরা তিনটি জোনে বিভক্ত হয়ে ৩৩টি ওয়ার্ডে দ্রুত বর্জ্য অপসারণ প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করবে।
তিনি বলেন, বর্জ্য অপসারণে ১২০টি ট্রলি ও রিক্সাভ্যান এবং ২৭টি ডাম্প ট্রাক, ৩টি কমপেক্টর ট্রাক, ১টি হুইল লোডার, ৩টি ব্যাকহো লেঅডার, ২টি স্কিড লোডার, ২টি স্কারবটর, ও ২টি পানিবাহী গাড়ি ব্যবহার করা হবে। কোরবানির বর্জ্য অপসারণে ও পরিচ্ছন্নতার কাজে এক হাজার ৯৩জন কর্মী নিয়োজিত রয়েছেন। পশুর বর্জ্য অপসারণে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এদিকে পবিত্র ঈদুল আজহার দিন দুপুর ২টায় নগরীর শাপলা চত্ত্বরে কোরবানির বর্জ্য অপসারণ কাজ শুরু করা হবে। রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা উক্ত বর্জ্য অপসারণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –