• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

হিলি স্থলবন্দর পথে ভারতীয় কাঁচামরিচের আমদানি শুরু

প্রকাশিত: ২৭ জুন ২০২৩  

দিনাজপুরের হিলি স্থলবন্দর পথে ভারতীয় কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। প্রায় ১০ মাস বন্ধ থাকার পর পণ্যটির আমদানি শুরু হয়েছে।

সোমবার (২৬ জুন)  কাঁচামরিচ বোঝাই ভারতীয় একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। সততা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান মরিচগুলো আমদানি করেছেন। দেশের বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় বাংলাদেশ সরকার ভারত থেকে আমদানির অনুমতি দেয়।

হিলি উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারি ইউসুফ আলী জানান,  গত বছরের ২৪ আগস্ট থেকে থেকে কাঁচা মরিচের আমদানি বন্ধ ছিল। কিন্তু দেশের বাজারে অস্বভাবিক ভাবে দাম বৃদ্ধির পর  রবিবার (২৫ জুন) সরকার আবারও কাঁচামরিচ আমদানির অনুমতি দেয়।

এবং পরদিন অজ সোমবার থেকে আমদানি শুরু হয়েছে। তিনি আরো জানান, হিলি স্থলবন্দরের ৬ টি আমদানি কারক প্রতিষ্ঠান ইতো মধ্যে ২ হাজার ৫শ’ মেট্রিকটন কাঁচামরিচ ও ৫শ মেট্টিকটন টমেটো  আমদানির অনুমতি পত্র (আইপি) পেয়েছে।

এদিকে আমদানির খবরে হিলি বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি ২২০ টাকার  কাঁচামরিচ কেজিতে ৪০ টাকা কমে ১৮০  টাকায় বিক্রয় হচ্ছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –