• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

তিস্তার পানি কমায় প্রাণ ফিরেছে ফসলি জমির

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

 
তিস্তা নদীর পানি দ্রুত নেমে যাওয়ায় জমির ফসলগুলোতে এখন প্রাণ ফিরেছে। সেই সঙ্গে তিস্তা পাড়ের কৃষকদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। কয়েকদি আগেও তিস্তা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পানি কমায় বন্যার আশঙ্কা এখন কেটে গেছে।

সোমবার সরেজমিনে দেখা যায়, খরস্রোতা তিস্তা নদী বর্তমানে প্রায় পানিশূন্য হয়ে পড়েছে। নদীর কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর পানি দেখা যায়।

এদিকে নদীতে ফসলি জমি ও চর ভেসে ওঠায় কৃষক ও নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এখন তারা আবারো নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। তিস্তায় শেষ সম্বল হারিয়ে উঁচু এলাকায় চলে যাওয়া পরিবারগুলো আবার চরে ফিরতে শুরু করেছে। আর কৃষকরা নতুন করে ফসল চাষাবাদে ব্যস্ত হয়ে উঠেছেন।

কালমাটি এলাকার সামসুল আলম বলেন, আমার ৮ বিঘা জমির ফসল নদীতে ডুবে গিয়েছিল। সেখানে ধানের বীজতলা, বাদাম ও ভুট্টা ছিল। কিন্তু পানি কমায় সেগুলো আবার ভেসে উঠেছে। আশা করছি যদি আর পানি না বাড়ে তাহলে এসব ফসল ঘরে তুলতে পারব।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, পানি বৃদ্ধির ফলে তিস্তার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় সাধারণ মানুষ বন্যার আশঙ্কা করেছিল। কিন্তু পানি কমায় সেই আশঙ্কা এখন কেটে গেছে। ডুবে যাওয়া কৃষি জমিগুলো ভেসে উঠেছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –