• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

আমরা দেশের জন্য কাজ করতে চাই: পুলিশ কমিশনার মনিরুজ্জামান

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

 
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান বলেছেন, আমরা জনগণের পুলিশ হতে চাই। মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ এখন জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করে যাচ্ছে। আমরা দেশের জন্য কাজ করতে চাই। এ জন্য সবার সহযোগিতা দরকার।

তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ একটি নতুন ইউনিট। এখানে সংকট থাকতে পারে, আমরা সে সংকট কিছুটা হলেও দূর করতে পেরেছি। রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হল রুমে রংপুরের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সদ্য যোগদান করা পুলিশ কমিশনার বলেন, আমি নিজেকে সেবক হিসেবে মনে করি। আমি আউটপুটে বিশ্বাসী। আমরা কতটুকু পারবো কতটুকু পারবো না সেটা আমরা সবাই জানি।

রংপুরে মাদকের একটা প্রভাব আছে। সেটা বন্ধ করতে যা যা করা দরকার তাই করা হবে। কে কি সেটা আমাদের দেখার বিষয় নয়। পুলিশের আচরণগত সমস্যা থাকলে সেটা আমরা দেখবো।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জয়নায় আবেদীন, এ কে এম মইনুল হক, মেরিনা লাভলি, রংপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়জিদ আহমেদ, রংপুর সিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি জুয়েল আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ন কবীর মানিক। এছাড়াও মতবিনিময় সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –