• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

একুশে পদক ও প্রাপ্ত অর্থ উত্তরবঙ্গ জাদুঘরে দিলেন লিংকন

প্রকাশিত: ২৬ জুন ২০২৩  

 
একুশে পদক ও প্রাপ্ত অর্থ নিজ প্রতিষ্ঠিত উত্তরবঙ্গ জাদুঘরে হস্তান্তর করলেন কুড়িগ্রাম ও দেশ বরেণ্য আইনজীবী এসএম আব্রাহাম লিংকন। সোমবার (২৬ জুন) কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে তিনি পদক ও চেকের মাধ্যমে অর্থ হস্তান্তর করেন।

সামাজসেবায় অবদান রাখার স্বীকৃতিসরূপ ২০২২ সালে বাংলাদেশ সরকার অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকনকে একুশে পদকে ভূষিত করে। কুড়িগ্রামের এই আইনজীবী ও সমাজকর্মী নিজ বাড়িতে মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিক ইতিহাস ঐতিহ্যের সংগ্রহশালা হিসেবে ‘ উত্তবঙ্গ জাদুঘর’ প্রতিষ্ঠা করে দেশে বিদেশে প্রশংসিত হয়েছেন। এছাড়ও বাংলাদেশ-ভারত সীমান্তে আলোচিত ফেলানী হত্যাকান্ডের বিষয়ে তিনি রাষ্ট্র কর্তৃক নিযুক্ত আইনি পরমর্শক ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সঞ্চালনায় পদক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, লিংকনের সহধর্মিণী নাজমুন নাহার সুইটি, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, সাবেক সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী মতি শিউলি, কুড়িগ্রাম বারের আইনজীবীসহ গণমাধ্যমকর্মীরা।

পদক হস্তান্তর অনুষ্ঠানে আব্রাহাম লিংকন তার পাওয়া একুশে পদক (সাড়ে ৩ ভরি স্বর্ণ) এবং প্রাপ্ত সরকারি অর্থের সাথে ব্যক্তিগত আরও এক লক্ষ টাকা যোগ করে মোট পাঁচ লক্ষ টাকার চেক উত্তরবঙ্গ জাদুঘরের নামে হস্তান্তর করেন।

আব্রাহাম লিংকন বলেন, ‘এই পদক প্রাপ্তির সময় আমি বলেছিলাম যে আমি এই পদক ও প্রাপ্ত অর্থ উত্তরবঙ্গ যাদুঘরে দিয়ে দিবো। আজ আপনাদের সাক্ষী রেখে আমি তা করে গেলাম। এই উত্তরবঙ্গ যাদুঘর আমার আরেকটি সন্তান। শুধু আমার পদক নয়, আমার অর্জিত সম্পদের যে তারল্য মূল্য হবে তার অর্ধেক আমার নিজ সন্তান পাবে আর বাকি সমান অর্ধেক এই উত্তরবঙ্গ জাদুঘর পাবে। এটা আজ আমি আপনাদের বলে রাখলাম। আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসেবে এই জাদুঘর যাতে প্রজন্মান্তরে টিকে থাকে সেজন্য আমার এই প্রয়াস।’

জেলা প্রশাসক এবং পুলিশ সুপার উত্তরবঙ্গ জাদুঘরের জন্য সকল ধরণের সহযোগীতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রসঙ্গত,কুড়িগ্রাম শহরের উপকন্ঠে নাজিরা ব্যাপরী পাড়ায় ২০১২ সালে লিংকর নিজ বসত বাড়িতে প্রতিষ্ঠা করেন উত্তরবঙ্গ জাদুঘর। পরে জাদুঘরের নিজস্ব ভবন নির্মানের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। লিংকনের বাড়ির পাশে তারই দেওয়া ২০ শতাংশ জমিতে নান্দনিক ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণকাজ শেষ হলে জাদুঘরটি সেখানে স্থানান্তরিত হবে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –