• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

সাড়ে ৪০০ টাকা কেজি দরে মিলছে কোরবানির গরু

প্রকাশিত: ২৪ জুন ২০২৩  

রংপুর নগরীতে ওজন মেপে কোরবানির পশু বিক্রি করছেন এক খামার মালিক। ঝামেলা এড়াতে ক্রেতারা ভিড় করছেন ঐ গরুর খামারে।

রংপুর নগরীর মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকার জমজম ক্যাটল ফার্ম নামে একটি গরুর খামারে ওজনে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে। ৪৫০ টাকা কেজি দরে খামার থেকেই বিক্রি করা হচ্ছে গরু। গত দুই বছর এই পদ্ধতিতে গরু বিক্রি হচ্ছে এই খামারে।

প্রায় প্রতিদিনই খামারে আসছেন ক্রেতারা। গরু দেখে পছন্দ হলে স্কেলে উঠিয়ে পরিমাণ দেখে রেখে যাচ্ছেন খামারেই। গরু নিয়ে যাবেন ঈদুল আজহার এক দিন বা দুই দিন আগে। এবার কোরবানির ঈদের জন্য এই খামারে ১২০টি গুরু প্রস্তুত রয়েছে। এ পদ্ধতিতে বেচাকেনায় ক্রেতাদের মধ্যেও বেশ বেশ সাড়া পড়েছে।

ক্রেতারা জানান, ওজন স্কেলে গরু বেচাকেনায় অনেক সুবিধা। এতে ক্রেতা ও বিক্রেতার ঠকে যাওয়ার চিন্তা নেই। এছাড়া বাজেট অনুযায়ী সুস্থ-সবল পশু কিনতে পারছেন তারা।

জমজম ক্যাটল ফার্মে গরু কিনতে আসেন গৃহবধূ সম্পা হোসেন। তিনি বলেন, এবার আমার স্বামী ঈদের ছুটি পাননি। তাই এই ফার্মে আমি গরু কিনতে এসেছি। ওজন মেপে পছন্দমতো গরু কেনার পদ্ধতিটি আমার ভালো লেগেছে।

চাকরিজীবী তাহের হোসেন জানান, হাটে গিয়ে বিভিন্নভাবে প্রতারণা ও হয়রানির শিকার হতে হয়। বিশেষ করে দালালের খপ্পরে পড়ার বিড়ম্বনা তো আছেই। আর খামারে দেখেশুনে সঠিক প্রক্রিয়ায় গরু কিনলে প্রতারণা ও হয়রানির সুযোগ নেই।

এ ফার্মের স্বত্বাধিকারী আব্দুল মতিন আজিজ জানান, তার খামারের সব গরু শাহিওয়াল জাতের। এগুলোকে দেশি খাবার দেওয়ার পাশাপাশি পরিচর্যা করা হয় সঠিক পদ্ধতিতে। একেকটার ওজন এবং আকৃতি ভিন্ন। বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে পছন্দ হলে গরু কিনছেন। গরু বিক্রি হওয়া গরুগুলো খামারেই রয়েছে। ঈদের আগে ক্রেতাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –