• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

বিছানায় পড়েছিল পরিবেশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ, রান্নাঘরে মেয়ে

প্রকাশিত: ২৩ জুন ২০২৩  

 
বৃহস্পতিবার সকাল। স্ত্রী-সন্তানকে বাসায় রেখে অফিসে যান পরিবেশ কর্মকর্তা সাইদুর রহমান। দুপুরে অফিস থেকে খাবারের জন্য বাসায় ফিরেন তিনি। কিন্তু দরজায় নক করে এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিকেল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে লুবনা ইয়াসমিনকে বিছানায় মৃত পড়ে থাকতে দেখেন। তবে রান্নাঘরে পানির ট্যাব ছেড়ে খেলছিল তার শিশুকন্যা।

ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার একটি ভাড়াবাসায়। মৃত লুবনা ইয়াসমিন রংপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাইদুর রহমানের স্ত্রী। তিনি বরিশালের গৌরনদী পৌরসভার ইসমাইল বারীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সাইদুর রহমানের বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি স্ত্রী ও আড়াই বছরের মেয়েকে নিয়ে রংপুর নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়ার রজবপুর জামে মসজিদ সংলগ্ন আব্দুল মজিদের বাড়ির চারতলার একটি ফ্লাটে থাকতেন। বৃহস্পতিবার সকালে স্ত্রী-সন্তানকে বাসায় রেখে অফিসে যান সাইদুর রহমান। 

দুপুরে অফিস থেকে খাবারের জন্য বাসায় ফিরেন তিনি। কিন্তু দরজায় নক করে এবং ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বিকেল ৪টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯- এ কল করেন। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের রেসকিউ টিম ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে ঢুকে লুবনা ইয়াসমিনকে বিছানায় মৃত পড়ে থাকতে দেখেন। তবে রান্নাঘরে পানির ট্যাব ছেড়ে খেলছিল তার শিশুকন্যা।

রংপুর কোতোয়ালি থানার ওসি মাহফুজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। লুবনা ইয়াসমিন মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –