• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

গৃহকর্মীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ১৩ বছর পর গ্রেফতার

প্রকাশিত: ২১ জুন ২০২৩  

 
রংপুরে দীর্ঘ ১৩ বছর পালিয়ে থাকার পর অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছেন ধর্ষণ মামলার যাবজ্জীন সাজাপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম। সোমবার রাতে নগরীর তাজহাট থানাধীন শেখপড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব- ১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, শহিদুল ইসলাম ২০০৩ সালে ঢাকার সদরঘাট এলাকার কাপড় ব্যবসায়ী স্বপন মিয়ার বাড়ির দারোয়ানের চাকরি নেন। এরপর ঐ বাসার গৃহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়ালে গৃহকর্মী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ঘটনা জানতে পেয়ে বাড়ির মালিক শহিদুল ইসলামকে বাসা থেকে বের করে দেন।

ঐ গৃহকর্মীর বাবা বিষয়টি জানতে পেরে তাকে বাড়িতে নিয়ে গিয়ে শহিদুলের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। শহিদুল বিয়ে করতে অস্বীকার করলে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ঐ গৃহবধূর বাবা।

আদালত মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে বিচারকার্য শেষে ২০১০ সালের ২৭ এপ্রিল আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায়ের পর থেকেই শহিদুল বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর নগরীর তাজহাট থানার শেখপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল গ্রামে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –