• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

 বেরোবির প্রথম সিইউও হলেন সোহেল রানা 

প্রকাশিত: ২১ জুন ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সর্বোচ্চ পদ ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) হিসেবে পদোন্নতি পেলেন ক্যাডেট সার্জেন্ট মো: সোহেল রানা।
   
তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত (১৫ মে) রেজিমেন্ট কর্তৃক তিনি সার্জেন্ট থেকে সিইউও পদে উন্নীত হয়েছেন এবং আজ বুধবার (২১ জুন) মহাস্থান রেজিমেন্টের অধীনে ৩২ নং ব্যাটালিয়ানের চার্লি কোম্পানি তাকে সিইউও র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেয়া হয়। র‌্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো হাসিবুর রশীদ। 

অনিুষ্ঠানে উপস্থিত ছিলেন,বেরোবি ইউনিটের পিইউও ইফফাত আরা বাঁধন স্যার, বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী’সহ বিএনসিসির ক্যাডেটবৃন্দ।

অনুভূতি জানিয়ে বেরোবি বিএনসিসির নতুন সিইউও সোহেল রানা বলেন, প্রতিটা ক্যাডেট স্বপ্ন দেখে সর্বোচ্চ শিখরে আরোহন করার, আমি সেটা সাধন করতে পেরেছি জন্য খুবই আনন্দিত এবং উৎফুল্ল। এ সাফল্য অর্জন করতে আমাকে অনেক বাঁধা অতিক্রম করতে হয়েছে। সর্বোপরি আমি তখনই সফল হবো যখন এই পদটার যথাযোগ্য মর্যাদা দিতে পারবো। চেষ্টা করবো আমার কোম্পানিটাকে সামরিক ধাঁচে সেরা কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করার। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো হাসিবুর রশীদ বলেন, ‘তার এ প্রাপ্তিতে আমরা সকলেই আনন্দিত। পরবর্তীতে যেনো জুনিয়ররাও এই ধারাটা অব্যাহত রাখতে পারে সে প্রত্যাশা করছি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –