• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

বেরোবিতে সিটিজেন চার্টার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ জুন ২০২৩  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে সিটিজেন চার্টার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২০ জুন ২০২৩) সকালে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে বেরোবি ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ও সেবা প্রদান প্রতিশ্রুতি পরিবীক্ষণ কমিটির সহযোতিায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

বেরোবি উপ-উপাচার্য ও সেবা প্রদান প্রতিশ্রুতি পরিবীক্ষণ কমিটির সভাপতি প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনার সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ ও বাংলাদেশ বেতার রংপুরের উপ-আঞ্চলিক পরিচালক এ এইচ এম শরিফ।  আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুল লতিফের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ ওসমান গনি তালুকদার ও সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশনের উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এস এম আব্দুর রহিম। প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –