• বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১০ ১৪৩১

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে চিকিৎসকের বাসা থেকে রং মিস্ত্রির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৯ জুন ২০২৩  

 
রংপুরে চিকিৎসকের বাসা থেকে হামিদুল ইসলাম (৪৫) নামের এক রং মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ধাপ এলাকার বাসিন্দা ডা. আব্দুল হাইয়ের বাসার নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হামিদুল ইসলাম রংপুর নগরীর ১০নং ওয়ার্ডের বখতিয়ারপুর আর্দশপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, হামিদুল ইসলাম পেশায় একজন রং মিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজ নিয়ে বাসাবাড়িতে রংয়ের কাজ করে আসছেন।

চিকিৎসক আব্দুল হাইয়ের বাসাতেও তিনি রংয়ের কাজের ঠিকাদারি নেন। রোববার সকাল ১০টার দিকে কাজে আসেন হামিদুল। পরে ওপর তলা থেকে বেলা সাড়ে ১১টার দিকে নিচে নামেন। এরপর নিচ তলায় বেলা আড়াইটার দিকে অন্য মিস্ত্রিরা তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, সন্ধ্যার দিকে খবর পেয়ে রং মিস্ত্রি হামিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার কারণে তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি পরিষ্কার হবে ময়নাতদন্তের মাধ্যমে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –